ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন আগেই মাশরাফি বিন মুর্তজার উত্তরসরি হয়েছেন। মূলত এরপরই থেকেই তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন- অধিনায়ক হিসেবে কেমন। শুক্রবার বিকেএসপিতে মুশফিকের কাছেও গেল এমন এক প্রশ্ন। সঙ্গে সঙ্গে এ ডানহাতি জানিয়ে দেন, মাশরাফির পর অধিনায়কত্বের জন্য তামিমই সেরা।
আগেও বাংলাদেশের হয়ে দুবার অধিনায়কত্ব করেছেন তামিম। তবে সেসব ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সাত হাজারের বেশি রান করা তামিম এবারই পেয়েছেন পূর্ণাঙ্গ দায়িত্ব। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে করাচিতে নেতৃত্বে দেখা যাবে তাকে।
মাশরাফির চোটে গত বছর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব করেছিলেন তামিম। তিন ম্যাচেই অবশ্য হেরেছিল বাংলাদেশ। এদিকে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে তখনকার নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের চোটে এক অধিনায়ত্ব করেছিলেন তিনি। সেখানে সফল হননি এ তারকা। তাই এবার তার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ঠিক সে সময় সতীর্থের পাশে দাঁড়ালেন মুশফিক। বলেন ‘তামিমের অধীনে কিন্তু এর আগেও আমরা খেলেছি। শুধু আমি না আরও অনেকে খেলেছে। আমরা কিন্তু গত ১৫-২০ বছর ধরে একসাথে খেলছি, আমরা জানি যে কেমন। আমার মনে হয় অধিনায়ক হিসেবে সেই উপযুক্ত ব্যক্তি এবং আমরা সবাই তাকে সাপোর্ট করছি।’
অধিনায়কত্ব করাটা সব সময় চ্যালেঞ্জিং। তবে তামিম সেটা জয় করতে পারবেন বলে মনে করেন মুশফিক, ‘আশা করছি সে নিজে যেভাবে শেষ কয়েকটা বছর ধরে ভাল খেলছে সে যেন পুরো দলকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার মনে হয় এটা একটি চ্যালেঞ্জিং বিষয়। আমার মনে হয় সে উপযুক্ত ব্যক্তি চ্যালেঞ্জটা নেবার জন্য।’
Discussion about this post