ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড বিশ্বকাপটা দুঃস্বপ্নের অন্য নাম হয়ে আছে মাশরাফি বিন মর্তুজার। সাফল্য পাননি বল হাতে। সঙ্গে ইনজুরি নিয়ে এসেছেন। এ কারণেই যেতে পারেন নি শ্রীলঙ্কা সফরে। অবসর ভাবনটাও আপাতত সরিয়ে রেখেছেন দূরে। তবে যোগ দিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পে।
সোমবার থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।নিকট ভবিষ্যতে টাইগারদের নেই কোন ওয়ানডে ম্যাচ। এ কারণেই মাশরাফির ফিটনেস নিয়ে চিন্তিত নন ট্রেনার মারিয়া ভিল্লাভারায়ন।
আসছে মাসে শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। তারপর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নামবেন মুশফিকুর রহিমরা। আন্তর্জাতিক এই সূচিকে সামনে রেখে সোমবার থেকে লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। এখানে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একজন রয়েছেন বিশ্রামে। অন্যজন ছুটিতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। ফিটনেস লেভেল ঠিক রাখতে ক্যাম্পে যোগ দিয়েছেন মাশরাফি!
মাশরাফিকে নিয়ে ট্রেনার মারিও ভিল্লাভারায়ন বলেন, ‘যেহেতু নিকট ভবিষ্যতে বা আগামী কয়েক মাসের মধ্যে কোনো ওয়ানডে নেই। তাই মাশরাফির ফিটনেস নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই, চিন্তিতও না। হাতে পর্যাপ্ত সময় আছে। তার মতো করে ট্রেনিং করতে দেয়া উচিত।’ চোট মুক্ত হয়ে গতকালই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ওমোহাম্মদ সাইফউদ্দীন। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্বস্তির খবর দিলেন ট্রেনার, ‘তারা এখন অনেকটাই সুস্থ। ফিটনেস লেভেলও ভালো। তবে তাদের নিয়ে আরও একটু কাজ করার দরকার আছে।’
প্রথম দিন ‘ব্লিপ টেস্ট’ আর ফিটনেস ট্রেনিং হয়েছে প্রায় তিন ঘন্টা। এই কন্ডিশনিং ক্যাম্প চলবে টানা চারদিন। সময়টা অবশ্য মারিও ভিল্লাভারায়নের কাছে যথেষ্ট নয়, ‘এই চারদিন মোটেও কন্ডিশনিং ক্যাম্পের জন্য যথেষ্ট নয়। অন্ততপক্ষে চার সপ্তাহ বা ন্যুনতম ১৫ দিন হলে ভালো হতো। কিন্তু কিছু করার নেই। সামনে যেহেতু টেস্ট আছে, তাই চারদিনেই এটা শেষ করতে হবে।’
Discussion about this post