ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে গণদাবীর কাছে নত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দফা বদলের পর বেছে নিয়েছে নতুন জার্সা। যেখানে আছে লাল-সবুজের ছোঁয়া। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি কদিন আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়। কিন্তু টাইগারদের ঐ জার্সি বেশিরভাগ ভক্তদেরই হয়নি পছন্দ। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। বলা হয়-জার্সিতে সবুজের সঙ্গে কেন লাল নেই। ব্যাপারটি দ্রুতই আমলে নিয়ে আইসিসির অনুমতি সাপেক্ষে পরদিনই বদলে যায় জার্সির নকশা। তবে বৃহস্পতিবার সেই নকশায় কিছুটা আবার পরিবর্তন এনে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বার্তায় এই পরিবর্তন নিশ্চিত হয়েছে। যা করা হয়েছে আইসিসির অনুমোদন নিয়েই। জার্সি পরিবর্তনের প্রথম দফায় হাতায় লাল রং থাকলেও চূড়ান্ত নকশায় কেবল বুকেই থাকছে লাল রং। এদিকে লাল জার্সিটিতেও পরিবর্তন এসেছে। সেটিতে বুকের সঙ্গে হাতাতে থাকছে সবুজ রং।
আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে অংশ নিতে গত বুধবারই মাশরাফি বিন মর্তুজারা দেশ ছাড়েন। তারপরও জার্সির নকশা নিয়ে ভক্তদের সমালোচনা থামেনি। বৃহস্পতিবার অবশ্য বিসিবি তাদেরকে সুখবর দিয়ে কিছুটা হলেও শান্ত করেছে।
বিসিবি বার্তায় জানায় শুরুতে সবুজ জার্সিতে লাল রংয়ে দেশ ও খেলোয়াড়দের নাম এবং নম্বর লেখা ছিল। কিন্তু আইসিসি লালের বদলে সেটি সাদা রংয়ে লেখার কথা জানায়। এরপর সাদা রংয়ে বাংলাদেশ লেখা সবুজ জার্সিটাই উন্মোচন করে বিসিবি।
Discussion about this post