ব্যর্থতা দিয়েই সিরিজ শেষ করল বাংলাদেশের মেয়েরা।বিশ্বকাপ বাছাই পর্বের আগে একটা জয়ের প্রত্যাশায় ছিল রুমানা আহমেদের দল। কিন্তু মাঠের লড়াইয়ে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না। মাত্র ৬৮ রানে অলআউট হয় দলটি। এরপর দক্ষিণ আফ্রিকা অনায়াসে ৮ উইকেটে জিতে নেয় পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
সব মিলিয়ে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল সফরকারী দলের মেয়েরা।
শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু এরপরই ব্যাট করতে নেমে যারপরনাই ব্যর্থ। ৩৬.৩ ওভারে মাত্র ৬৮ রানে শেষ বাংলাদেশের ইনিংস। এটি ইতিহাসে টাইগ্রেসদের দ্বিতীয় সর্বনিম্ম রানের রেকর্ড। এর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ২০১২ সালের ৯ সেপ্টেম্বর মিরপুরে ৬০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার হতাশ করে ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন শারমিন সুলতানা। ১০ রান নিগার সুলতানার।
আসছে ৭ থেকে ২১ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হবে ২০১৭ বিশ্বকাপের বাছাই পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশ লড়বে পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৩৬.৩ ওভারে ৬৮/১০ (শারমিন সুলতানা ১৩, শারমিন আখতার ৪, শায়লা ০, রুমানা ৯, নিগার ১০, সালমা ৩, ফারজানা ০, লতা ০, জাহানারা ৪, পান্না ৮*, কুবরা ৭; কারস্টেন ৪/১০, লেতসোয়ালো ৩/১৩, ফুরি ২/২২, নিকার্ক ১/২)
দক্ষিণ আফ্রিকা: ১০ ওভারে ৬৯/২ (লি ৩৭, স্টেইন ৯, প্রিজ ৯*, ট্রায়ন ১৩*; রুমানা ১/১৩, সালমা ১/১৯)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৪-১-এ জয়ী।
Discussion about this post