ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ দলে না থাকার হতাশা কাটিয়ে উঠেছেন তারা। বাংলাদেশ জাতীয় দল যখন ব্যস্ত বিশ্বকাপে তখন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় নতুন মিশনের জন্য প্রস্তুত করেছেন নিজেকে। নিজেদের ব্যস্ত রেখেছিলেন মিরপুরের জিমে। ইনডোরে ব্যাট-বল হাতে নিয়েছেন।
তারই পথ ধরে এবার মিলল সুখবর। শুক্রবার থেকে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলতে নামবেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।
শুক্রবার থেকে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে শুরু হচ্ছে এই ক্রিকেট সিরিজ। শুরুতে ২টি চারদিনের ম্যাচ। তারপরই সফরকারীদের সঙ্গে ৫টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
এরইমদ্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগান ‘এ’ দলের বিপক্ষে ইমরুল কায়েস, রকিবুল হাসান ও এনামুল হকের সঙ্গে তানভীর হায়দার, কামরুল ইসলাম ও সানজামুল ইসলামও আছেন দলে। আফিফ হোসেন, জাকির হাসান, নাঈম শেখের মতো তরুণরাও আছেন দলে। ঢাকা লিগে ভালো খেলা সুমন খান, তানভীর ইসলামরাও নির্বাচকদের নজর কেড়ে দলে এসেছেন।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে লড়বে বাংলাদেশ ‘এ’ দল। ১২ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবেন ইমরুল-এনামুলরা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ১৯, ২১ ও ২৪ জুলাই। বাকি দুটি ম্যাচ ২৭ ও ২৯ জুলাই বিকেএসপিতে।
বাংলাদেশ ‘এ’ দল-
ইমরুল কায়েস, এনামুল হক, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানভীর হায়দার, জাকির আলী, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম, ইফরান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান ও তানভীর ইসলাম।
Discussion about this post