তারকা ক্রিকেটারদের ভক্তের অভাব নেই। এরমধ্যে পাগল ভক্তের কাণ্ডে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবার তেমনই এক দৃশ্যের সাক্ষী হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক সেই পাগল ভক্তের মুখোমুখি হন। কোহলি ব্যাঙ্গালুরুর হয়ে খেললেও তার বাড়ি দিল্লিই। তাকে পেয়ে ছুঁয়ে দেখার লোভটা আর সামলাতে পারেননি সেই ভক্ত। কোহলি ব্যাটিং করছিলেন, এমন সময় নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেন সেই ভক্ত।
মাঠে প্রবেশ করে এক দৌড়ে চলে আসেন উইকেটে। সেখানে কোহলির সামনে উপুর হয়ে শুয়ে পরেন। তারপর পা ছুঁয়ে প্রণাম করেন।সেই সময়ের মধ্যে প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সেলফিও তুলে ফেলেন তিনি। তারপরই তাকে টেনে হেঁচড়ে মাঠ থেকে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।
https://youtube.com/watch?v=nvlS5nsTxtA
Discussion about this post