ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অলরাউন্ডার সাইফ হাসানের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডাক পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটসম্যান আরিফুল হক। আছেন কোন ম্যাচ না খেলে টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়া মেহেদি হাসান।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলতে মঙ্গলবার সকালে দেশ ছাড়বেন যুবারা।
শক্তিশালী দল নিয়েই যাচ্ছেন জুনিয়র টাইগাররা। ওপেনিংয়ে সাইফের সঙ্গে ফারদিন হাসান ও সাব্বির হোসেন। মিডল অর্ডারে ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম, জাকির হাসান, জাকের আলী আর আল আমিন জুনিয়র।
স্পিনে মেহেদির পাশাপাশি আছেন তানভীর ইসলাম। পেস বোলিংয়ে থাকবেন মানিক খান, সুমন খান, রবিউল হক ও শফিকুল ইসলাম।
ভারতের রায়পুরে পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন জুনিয়র, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভীর ইসলাম, মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন।
Discussion about this post