ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এমনিতেই ভুগছিলেন কাঁধের চোটে। দুই দিন আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন পায়ের পেশিতে চোট। তাই আগামী সোমবার সোমবার ভারতের বিপক্ষে বাঁচা-মারার লড়াইয়ে তাকে পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে বাংলাদেশ শিবিরে। তবে সতীর্থকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ে টান পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে ফিল্ডিংয়ে নামেননি তিনি। এরপর স্ক্যান রিপোর্টে জানা গেছে, তার চোটটা গ্রেড ওয়ান। অর্থাৎ, খুব বেশি গুরুতর নয়। তবে সম্পূর্ণ সুস্থ হতে সাত থেকে দশদিন লাগবে। আর তাই ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে সতীর্থের ওপর আস্থা রাখছেন মাশরাফি ‘আমি নিশ্চিত যে, যদি বিন্দুমাত্রও সুযোগ থাকে, ভারতের বিপক্ষে সে খেলবে। মানসিক শক্তি দিয়ে শারীরিক ঘাটতি পুষিয়ে নিতে পারবে সে।’
মাহমুদউল্লাহকে পরবর্তী ম্যাচে পেতে আশাবাদী ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও ‘এটা গ্রেড ওয়ান চোট। কিন্তু এটা নিরাময়যোগ্য। আমাদের পরের খেলাটা আগামী মঙ্গলবার। আমাদের হাতে সাতদিন সময় আছে। এই মুহূর্তে সম্ভাবনাটা ৫০-৫০। আমরা বলতে পারছি না, সে খেলবে না-কি খেলবে না। আগামী কয়েক দিন তার অবস্থাটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। মাহমুদউল্লাহ আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি বিশ্বাস করি, ওই ম্যাচের আগে সে সেরে উঠবে।’
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ব্যাট হাতে বেশ সফল মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ ইনিংসে ৪৭.৫০ গড়ে ১৯০ রান করেছেন তিনি। তাই তার মতো একজন তারকাকে ভারত ম্যাচে খুব করেই চাইছেন মাশরাফি বিন মর্তুজা ও অন্যান্যরা।
Discussion about this post