স্পষ্টবাদী হিসেবে আলাদা একটা পরিচিতি আছে তার। প্রায়ই কথার বোমা ফাটাতে হাজির হয়ে যান অজুর্না রানাতুঙ্গা। শ্রীলঙ্কান এই কিংবদন্তি ফের কথায় ঝড় তুললেন। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে শ্রীলঙ্কার হার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তের দাবি জানালেন।
দেশের ক্রিকেট যখন ব্যর্থতার তলানিতে যাচ্ছে তখন রানাতুঙ্গা পুরনো এই প্রসঙ্গ সামনে আনলেন। জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে হেরে বেশ বিপাকে দেশটির ক্রিকেটাররা।এ অবস্থায় রানাতুঙ্গা বললেন, ‘মনে আছে ২০১১ বিশ্বকাপে আমি ধারাভাষ্য দিচ্ছিলাম। শ্রীলঙ্কার এমন অসহায় আত্মসমর্পণে হতবাক হয়ে গিয়েছিলাম আমি। ম্যাচটি নিয়ে আমার সন্দেহ হয়েছিল। আমি মনে করি এই ম্যাচ নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার বিশ্বাস তদন্ত হলে একদিন সবকিছু ফাঁস হবে। ‘
২০১১ সালের ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৪ রান তুলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ জিতে মহেন্দ্র সিং ধোনির ভারত।
সেই প্রসঙ্গ তুলে রানাতুঙ্গা বলেন, ‘প্রশ্ন রাখতে চাই-ভারত কীভাবে সেদিন জিতে গেল? ক্রিকেট খেলাটাকে এভাবে নোংরা করা উচিত নয়।’ অবশ্য অনেকেই বলছেন আরেক শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সঙ্গে কথার লড়াইয়ের কারণেই নাকি এমন কথা বলছেন রানাতুঙ্গা।
Discussion about this post