ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি মূলত টেস্টেরই ক্রিকেটার। লঙ্কার ভার্সনের ম্যাচে বরাবরই দাপট থাকে মুমিনুল হকের। এবার ভারত সফরে প্রথম ম্যাচে পেলেন শতরান।ব্যাটিং দাপটে ‘মিনি রঞ্জি’ খ্যাত টুর্নামেন্ট ডক্টর ক্যাপ্টেন কে থিমাপ্পাইয়া সর্বভারতীয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি)।
চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে বুধবার ২ উইকেটে ৩০৩ রান তুলেছে বিসিবি একাদশ। মুমিনুল করেছেন ১৫৭ রান। একটুর জন্য সেঞ্চুর পান নি জহুরুল ইসলাম। ৯৬ রান করেন এই ব্যাটসম্যান। দুজন গড়েন ১৭৭ রানের জুটি।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে টস হারে ব্যাটিংয়ে নেমে দারুণ খেলেছে বাংলাদশের ক্রিকেটাররা। ১৫৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। সঙ্গে নাজমুল হাসান ৩৪ রানে অপরাজিত।
প্রথমবারের মতো ভারতের এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের কোন দল। একমাত্র বিদেশি দল হিসেবে পেয়েই শক্তিশালী দল গড়েছে বিসিবি একাদশ। মুমিনুল-জহিরুল ছাড়াও আছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, আরিফুল হক, নাঈম হাসান,, নুরুল হাসানের মতো তারকা ক্রিকেটার।
সর্বভারতীয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল চারটি জোনে বিভক্ত হয়ে খেলছে। প্রতি জোন থেকে শীর্ষ দল পাবে সেমিফাইনালের ছাড়পত্র। বিসিবি একাদশের সঙ্গে এই গ্রুপে আছে বিদর্ভ অ্যাসোসিয়েশন, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ ও ডক্টর ডি. ওয়াই. পাতিল ক্রিকেট অ্যাকাডেমি।
Discussion about this post