ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার বিপাকে পড়লেন বয়সভিত্তিক বিশ্বকাপ জেতা ভারতীয় ক্রিকেটার। মনজোৎ কালরা বয়স লুকিয়ে এবার বিপাকে পড়লেন। বয়স চুরির অভিযোগে বয়সভিত্তিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। এবার ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো এই ব্যাটসম্যান এক বছরের জন্য একই অভিযোগে রঞ্জি ট্রফি থেকে নিষিদ্ধ হয়েছেন।
অনূর্ধ্ব ১৯ ও ১৬ পর্যায়ে খেলার সময় বয়স কমানোর অভিযোগ ওঠে দিল্লির এই বাম-হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে।
দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) অম্বুডসম্যান (ন্যায়পাল) অবসরপ্রাপ্ত বিচারপতি বদর দুরেজ আহমেদ, মনজোৎ কারলার বিরুদ্ধে এই শাস্তি শুনিয়েছেন। বিসিসিআইয়ের কাছে জমা পড়া তথ্য অনুযায়ী, মনজোৎ কারলার বয়স ২০ বছর ৩৫১ দিন।
খাতা-কলমে বয়স কমিয়ে মনজোৎ কালরা অনূর্ধ্ব-১৬ ও ১৯ দুই দলেই খেলেছেন। ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু এই ব্যাটসম্যানের বয়স ফাঁকি দেওয়ার ব্যাপারটি প্রমাণিত হওয়ায় শুরুতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় তাকে। এবার ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারছেন না তিনি।
দিন কয়েক আগে দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলার বিপক্ষে খেলতে নামেন কালরা। তার ব্যাট থেকে আসে ৮০ রানের একটি ইনিংস।
অবশ্য ২০১৮ বিশ্বকাপেই তার বয়স নিয়ে নানা কথা হচ্ছিল। বয়সের প্রমাণপত্র নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েন তিনি। টুর্নামেন্টে খেললেও সঠিক বয়স নিয়ে নিজেকে অভিযোগমুক্ত করতে পারেননি।
গতবার দলে রেখেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস তাকে। তবে দলে একাধিক রিজার্ভ ওপেনার থাকার কারণে সেই আসরে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। আইপিএলের আগেই তাকে ছেড়ে দেয় দিল্লি। বয়স লুকানোর কারণে এবার তো দলই পেলেন না!
 
			 
                                









Discussion about this post