শক্তিশালী ভারতকে চমকে দিল বাংলাদেশ ক্রিকেট দল। যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। মারুফ মৃধার বিধ্বংসী বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে আটকে রাখে জুনিয়র টাইগাররা। আরিফুল ইসলাম অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও ব্যাটেই ফাইনালে পা রাখে দল।
শুক্রবার দুবাইয়ে আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৮৯ রানের লক্ষ্য ৪৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
এবার নিয়ে দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ দল। ২০১৯ সালের আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় তারা। এবার থাকছে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে সামনে সংযুক্ত আরব আমিরাত। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচে মারুফ ১০ ওভারে এক মেডেনসহ ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা। ৯৪ রানের ইনিংস খেলেন আরিফুল।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪২.৪ ওভারে ১৮৮ (আদার্শ ২, আর্শিন ১, প্রিয়ানশু ১৯, উদয় ০, সাচিন ১৬, মুশির ৫০, আরাভেলি ০, আভিষেক ৬২, সৌমি ১, রাজ ১১*, নামান ৬; মারুফ ১০-১-৪১-৪, ইকবাল ৯-১-৩১-০, রোহানাত ৭-০-৩৯-২, রিজওয়ান ২-০-১২-০, পারভেজ ৮.৪-০-২৯-২, মাহফুজুর ৬-০-৩৩-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪২.৫ ওভারে ১৮৯/৬ (আশিকুর ৭, জিসান ০, রিজওয়ান ১৩, আরিফুল ৯৪, আহরার ৪৪, শিহাব ৯, মাহফুজুর ৩*, পারভেজ ২*; রাজ ১০-১-৪৭-২, নামান ৯-১-৩৫-৩, সৌমি ১০-২-৪৪-০, আর্শিন ৭.৫-০-১৯-০, মুরুগান ৪-০-২২-০, মুশির ২-০-১৪-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মারুফ মৃধা
Discussion about this post