ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যে শঙ্কা নিয়ে অষ্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি, তা অনেকটাই কেটে গেছে। হাসিমুখেই এখন বাংলাদেশে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে রোববার দুপুরেই ঢাকায় পা রাখার কথা এই অলরাউন্ডারের। স্বস্তির খবর হল-সাকিবের বাঁ-হাতের কনিষ্ঠায় ইনফেকশন সেরে যাচ্ছে। আপাতত বিশ্রামেই থাকবেন তিনি।
বুঝে-শুনেই শুরু হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের পূর্নবাসন প্রক্রিয়া। এ অবস্থায় কমপক্ষে ৩ মাস লাগবে পুরো ফিট হতে।
এশিয়া কাপ থেকে চট জলদি ফেরার পর বাঁ হাতের কনিষ্ঠা থেকে যে পরিমাণ পুঁজ আর দূষিত রক্ত বের করা হয়েছে,তা নিয়ে সবাই চিন্তায় ছিলেন। শঙ্কায় ছিল যদি তা ছড়িয়ে যায়! কিন্তু মেলাবোর্নের হাসপাতালের রিপোর্ট বলছে-ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।
সাকিবের আঙুলের ক্ষত স্থানটিও শুকিয়ে যাচ্ছে। অবশ্য এই হাতে তিন মাসের মধ্যে ব্যাট তুলতে পারবেন না।
এরমধ্যে হাতে ব্যথা অনুভব না করলে অস্ত্রোপচারের প্রয়োজনও হবে না। যদিযদি ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচার বাধ্যতামূলক। অস্ত্রোপচার করলে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এ অবস্থায় অস্ট্রেলিয়া ছাড়ার আগে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাকিব আল হাসান লিখেছেন আবেগঘন এক স্ট্যাটাস।
সাকিব লিখেছেন, ‘সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুরে আমার এত অগনিত এবং দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।’
আবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ফেসবুকে লিখেছেন ‘এটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এই মানুষগুলো সাকিব আল হাসানের দ্রুত আরোগ্যের জন্য মিলাদ এবং দোয়া আয়োজন করেছে। আমি জানতে পেরেছি তারা সবাই সাকিবের ভক্ত, যা আমাকে অবাক করে দিয়েছে। এই দোয়া ও মিলাদের আয়োজন দেশের ১০টি মসজিদে করা হয়েছে। পরম করুণাময় আল্লাহ তাকে (সাকিব) আপনাদের দোয়া ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ্, সে খুব দ্রুত চোট থেকে সেরে উঠছে। মহাপরাক্রমশালী আল্লাহ্, আমাদের প্রতি দয়ালু হয়েছেন।’
Discussion about this post