এবার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। রোববার তারা তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তাতেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা তুলে ৭ উইকেট হারিয়ে ৩৬৪ রান। সেঞ্চুরি করেন আহমেদ শেহজাদ। এটি তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।
জবাব দিতে নেমে ৩৮.২ ওভারে ২১৭ রানে অলআউট নিউজিল্যান্ড।
আবুধাবিতে সিরিজের চতুর্থ ওয়ানডে বুধবার।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ৩৬৪/৭ (হাফিজ ৩৩, শেহজাদ ১১৩, ইউনুস ৩৫, আফ্রিদি ৫৫, সোহেল ৩৯; হেনরি ৩/৬৯, ম্যাককালাম ১/৪৯)
নিউজিল্যান্ড: ৩৮.২ ওভারে ২১৭/১০ (উইলিয়ামস ৪৬, টেইলর ৩১, ল্যাথাম ৩৪; আফ্রিদি ৩/৩৭, সোহেল ৩/৪৫, ইরফান ২/২৬, শেহজাদ ১/২২)
ফল: পাকিস্তান ১৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: আহমেদ শেহজাদ
Discussion about this post