স্বর্নপদক জেতার মিশনে এশিয়ান গেমসে খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। চারবছর আগেও একই লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে সফল হয়েছিল তারা। কিন্তু এবার ভাগ্য প্রতারনা করল। সেমিফাইনালে দল হারল কয়েন টস-নামক ভাগ্যের খেলায়।
তবে শুক্রবার ব্র্রোঞ্জের লড়াইয়ে ঠিকই জিতল বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ জিতল মাশরাফি বিন মর্তুজার দল।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারাল বাংলাদেশ। দুর্বল হংকংয়ের বিপক্ষে জয়টা যুতসই হল না!
ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে তুলে ১৬২ রান। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব দ্রুত ফর্মে ফিরলেন। তার ব্যাট থেকে আসে ৪৬ রান। মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে করেন ৩৫। শামসুর রহমান ২৬ ও ২২ রান করেন তামিম ইকবাল।
এরপর জবাব দিতে নেমে হংকং ৭ উইকেট হারিয়ে তুলে ১৩৫ রান। আরাফাত সানি ২২ রানে ৩ উইকেট নেন। সাকিব ২৩ রানে নেন ২ উইকেট।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জিতে এশিয়ান গেমসে স্বর্নপদক জিতেছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১৬২/৬, ২০ ওভার (তামিম ২২, এনামুল হক বিজয় ১১, শামসুর রহমান শুভ ২৬, সাকিব ৪৬, সাব্বির ১১, মাহমুদউল্লাহ ৩৫*, শুভগত হোম ১, মাশরাফি ২, নাদিম ৩/৩৬)।
হংকং: ১৩৫/৭, ২০ ওভার (ইরফান ৩১, চ্যাপম্যান ৩৮, শওকত ১১, আইয়াজ খান ২৬, নাদিম ১০, আরাফাত সানি ৩/২২, সাকিব ২/২৩, রুবেল ১/৩৫)।
ফল : বাংলাদেশ ২৭ রানে জয়ী।
Discussion about this post