ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা আর বর্ষা দুই শঙ্কা কাটিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ৩১ মে থেকে শুরু হয়ে ২৬ জুন চলেছে এবারের লিগ। যা কীনা হয়েছে টি-টুয়েন্টি ফরম্যাটে। এই লড়াই শেষে এখন চলছে ময়নাতদন্ত।
যেখানে ব্যাটসম্যানদের মধ্যে হাতে গোনা কয়েকজন পেয়েছেন সাফল্য। যেখানে বাজিমাত মিজানুর রহমানের। ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক সর্বোচ্চ রান সংগ্রাহক। তালিকায় আছেন মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, মুমিনুল হক ও মোহাম্মদ নাঈম শেখ।
চলুন দেখে নেই সেরা ৫ ব্যাটসম্যান কারা-
মিজানুর রহমান
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান। তিনিই লিগের সেরা ব্যাটসম্যান। ৫২.২৫ গড়ে প্রথম পর্বের ১১ ম্যাচে তিনি করেন ৪১৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১০০ রান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৫ বলে চলতি আসরের প্রথম সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকে। মিজানুর আসরের সেরা ব্যাটসম্যান হলেও তার দল জায়গা করে নিতে পারেনি সুপার লিগে।
মাহমুদুল হাসান জয়
দ্বিতীয় স্থানে আছেন মাহমুদুল হাসান জয়। ওল্ড ডিওএইচএসে খেলা এই ব্যাটসম্যান ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৯২ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৫। ১২ ইনিংসে নামা ব্যাটিং গড় ৪৩.২৫। সব মিলিয়ে নজর কেড়েছেন বিশ্বকাপ জয়ী এই যুবা।
নুরুল হাসান সোহান
ঘরোয়া ক্রিকেটে আরও একবার যোগ্যতার পরিধি দেখালেন নুরুল হাসান সোহান। তিনি ১৬ ম্যাচ খেলে করেন ৩৮৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। এই সাফল্যে তিনি ফের জায়গা পেলেন বাংলাদেশ জাতীয় দলে। জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের দলেই আছেন তিনি।
মুমিনুল হক
গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই তারকা ব্যাটসম্যান রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ১৭ ম্যাচে ৩৫ গড়ে ৩৮৫ রান করেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭৮ রান।
মোহাম্মদ নাঈম শেখ
ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে আছেন চ্যাম্পিয়ন আবাহনীর মোহাম্মদ নাঈম শেখ। ১৬ ম্যাচ খেলে ১৫ ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৭৫ রান তুলেছেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ ৭০ রান।
লিগের সেরা ১০ ব্যাটসম্যান
নাম ইনিংস রান সর্বোচ্চ শতক ফিফটি
মিজানুর রহমান ১০ ৪১৮ ১০০* ১ ৩
মাহমুদুল হাসান জয় ১২ ৩৯২ ৮৫* ০ ২
নুরুল হাসান সোহান ১৫ ৩৮৯ ৬৬* ০ ১
মুমিনুল হক ১৫ ৩৮৫ ৭৮* ০ ২
নাঈম শেখ ১৫ ৩৭৫ ৭০ ০ ১
নাজমুল হোসেন শান্ত ১৫ ৩৬৮ ৬৫* ০ ২
রনি তালুকদার ১৬ ৩৬৭ ৫৯ ০ ৩
সাইফ হাসান ১৪ ৩৬৫ ৬০ ০ ৩
মোহাম্মদ মিঠুন ১৬ ৩৬১ ৬৭* ০ ৩
আনিসুল ইসলাম ইমন ১৩ ৩৫৮ ৬৪ ০ ২
Discussion about this post