কিছুতেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে বোর্ড কর্তাদের সমস্যা কাটছে না। সমাধানের কোন লক্ষণও যেন নেই। এরমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আর্থিক সমস্যার কারণে বেকার হয়ে পড়া ক্রিকেটাররা রয়েছেন বিপাকে। অনেকেরই এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে। সেই অসহায় ক্রিকেটারদের আর্থিক সাহায্যের দিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশন (সিএসি)।
অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান সিএসির সাথে মিলে ক্রিকেটারদের এই দুঃসময়ে সাহায্য করতে সম্মত হয়েছে। এসিএর একজন মুখপাত্র বুধবার বলেন, ‘সিএর পদক্ষেপ অনেক ক্রিকেটারদের না খেয়ে থাকার ব্যবস্থা করেছে, সেই বেকার ক্রিকেটারদের সাহায্যার্থে এসিএ কোটি মিলিয়ন ডলার সংগ্রহের প্রক্রিয়া নিশ্চিত করেছে। এই দুঃসময়ে বৃহৎ একাধিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ক্রিকেটারদের সহায়তা করার জোরালো আগ্রহ দেখিয়েছে। সিএর সঙ্গে ক্রিকেটারদের এই আন্দোলনে পাশে থাকতে ব্যক্তিগতভাবেও যারা আর্থিক সহায়তা করতে ইচ্ছুক, এসিএ সে ব্যাপারেও কাজ করছে।’
গত ৩০ জুন সিএ-র সঙ্গে নতুন আর্থিক চুক্তিতে সম্মত না হওয়ায় স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা বেকার হয়ে পড়েন। কমপক্ষে ২৩০ জন ক্রিকেটার চুক্তি শেষে বেকার হয়েছেন। বোর্ডের লভাংশের কিছু অংশ সব ক্রিকেটারদের মধ্যে ভাগাভাগি করে নেয়া নিয়ে তৈরি হয়েছে সমস্যা। ক্রিকেট অস্ট্রেলিয়া সবার সঙ্গে চুক্তি করতে চাইছে না। এ অবস্থায় বাংলাদেশ সফরে আসার ব্যাপারে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন স্টেভন স্মিথরা। নতুন চুক্তি না হলে সফর বয়কটে যাবেন তারা।
আগষ্টে ২ টেস্টের সিরিজ খেলতে অজিদের ঢাকা আসার কথা।
Discussion about this post