আগের দুই দিন ঢাকা টেস্টে দাপট ছিল ক্রিকেটারদের। কিন্তু বুধবার সেখানেই বৃষ্টির রাজত্ব চলল। ৯০ ওভার খেলা হওয়ার কথা। কিন্তু বৃষ্টিতে খেলা হয়েছে ৫১ ওভার। বৃষ্টিবিঘ্নিত দিনে শ্রীলঙ্কা ব্যাট হাতে বেশ দাপটই দেখাল। ঢাকা টেস্টে বাঙলাদেশকে অস্বস্তিতেই রাখল তারা।
বুধবার টেস্টের ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের করা ৩৬৫ রানের থেকে ৮৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলায় তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কা তুলেছে ৫ উইকেটে ২৮২ রান। ম্যাথুজ অপরাজিত ৫৮ রানে। দিনেশ চান্দিমাল আছেন ১০ রানে।
দিনে পতন হয়েছে ৩ উইকেট। ইবাদত হোসেন ও সাকিব আল হাসান শিকার করেন সেই তিন উইকেট।
মঙ্গলবার দিন শেষে অপরাজিত ছিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ‘নাইটওয়াচম্যান’ কাসুন রাজিতা। তখন ২ উইকেটে ১৪৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। বুধবার মধ্যাহ্নভোজ বিরতির ঠিক পাঁচ বল আগে বৃষ্টি নামার পর প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল খেলা।
বিকালের সেশনেও খেলা হয়নি প্রায় এক ঘণ্টা। তৃতীয় দিনে ৫১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে শ্রীলঙ্কা। বিকালের সেশনে মেঘলা আবহাওয়ায় বেশির ভাগ সময় ফ্লাডলাইটের আলোয় খেলা হয়েছে। এদিন দুটি উইকেট নিয়ে সাকিব ছিলেন সফল। তবে টেস্ট ম্যাচটি মনে হচ্ছে ড্রয়ের পথেই আছে! শেষ দুই দিন খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। খেলা শুরু সকাল সাড়ে নয়টায়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১১১.২ ওভারে ৩৬৫/১০ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, সাকিব ০, মুশফিক ১৭৫*, লিটন ১৪১, মোসাদ্দেক ০, তাইজুল ১৫, খালেদ ০, ইবাদত ০; রাজিথা ২৮.২-৭-৬৪-৫, আসিথা ২৬-৩-৯৩-৪, জয়াবিক্রমা ৩৮-৯-১০৮-০, রমেশ ১৪-০-৫৩-০, ধনাঞ্জয়া ৬-০-২৭-০, করুনারত্নে ৪-১-৮-০)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৭ ওভারে ২৮২/৫ (করুনারত্নে ৮০, রাজিথা ০, ম্যাথিউস ৫৮*, ধনাঞ্জয়া ৫৮, চান্দিমাল ১০*; খালেদ ১৫-১-৬২-০, ইবাদত ২৬-৪-৭৮-২, সাকিব ২৬-৯-৫৯-৩, মোসাদ্দেক ২-০-১৪-০, তাইজুল ২৮-৬-৬৩-০)।
#ঢাকা টেস্ট ৩য় দিন শেষে
Discussion about this post