ভাগ্যকেই এখন দোষ দিতে পারে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটা মাঠে গড়ালে আর জিতলেই তো দল উঠে যেতো বিশ্বকাপের সেমি-ফাইনালে। কিন্তু সিলেটে ম্যাচটা শুরুই হতে পারল না। বৃষ্টিতে সর্বনাশ। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। দুই ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত হলো। এ কারণেই নারী এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।
এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অথচ শিরোপা ধরে রাখার মিশনে প্রথম পর্বেই বিদায়। শেষ চারে উঠতে হলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জয়ের বিকল্প ছিল না। কিন্তু টানা বৃষ্টিতে সবশেষ। মঙ্গলবার সকালে টানা বৃষ্টিতে টসই হতে পারেনি।
এ অবস্থায় ৬ ম্যাচে দুটি জয় আর তিন হারের সঙ্গে পরিত্যক্ত একটি ম্যাচে বাংলাদেশের অর্জন মাত্র ৫ পয়েন্ট। এভাবেই শেষ হলো টাইগ্রেসদের টুর্নামেন্ট।
থাইল্যান্ড চমক দেখিয়ে প্রথমবারের উঠল এশিয়া কাপের মতো বড় আসরের সেমি-ফাইনালে। এর আগেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। শেষদিনে তাদের সঙ্গী থাইল্যান্ড।
অথচ আমিরাতের বিপক্ষে পরিস্কার ভাবেই ফেভারিট ছিল বাংলাদেশ। বৃষ্টি না এসে ম্যাচটা হলে জিতে দল উঠে যেতে পারতো সেমিতে। একটি সম্পূর্ণ ম্যাচের আশায় বসে ছিল বাংলাদেশ। কিন্তু সিলেটের বৃষ্টিতে নিগার সুলতানা জ্যোতিরা নিজ দেশে এখন শুধুই এশিয়া কাপের দর্শক।
Discussion about this post