১৯৬, ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫*, ৬৬, ১০৩, ৭৭! একজন ক্রিকেটারের স্কোর-কী বিস্ময়কর লাগছে না?
একজন ক্রিকেটার যখন এমন ছন্দে থাকেন তখন তো বিস্মিত হতেই হয়! চলতি বছরের মার্চ মাস থেকেই দারুণ সময় কাটাচ্ছেন বাবর আজম। মার্চে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ১৯৬ রানের ইনিংস দিয়ে ছন্দে ফেরা শুরু। এরপর একটানা রান তুলেই যাচ্ছেন। বাবরের মাঠে নামা মানেই যেন হাফসেঞ্চুরি নিশ্চিত। টানা তার ইনিংসগুলো যথাক্রমে ৬৭ (টেস্ট), ৫৫ (টেস্ট), ৫৭ (ওয়ানডে), ১১৪ (ওয়ানডে), ১০৫* (ওয়ানডে), ৬৬ (টি-টুয়েন্টি), ১০৩ (ওয়ানডে) ও ৭৭ রান।
বাবরের এমন সুসময়ে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। আগে ব্যাটিং করে পাকিস্তান ৮ উইকেটে ২৭৫ রান তুলে। জবাবে উইন্ডিজ অলআউট ১৫৫ রানে!
এদিন ৭৭ রানের ইনিংস খেলেছেন বাবর। ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল এই পাকিস্তানির। মাত্র ২৩ রানের জন্য এটি করতে পারলেন না বাবর। কিন্তু আরেকটি রেকর্ড ঠিকই গড়লেন তিনি। পাকিস্তান অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ড গড়লেন তিনি। তিনি ভেঙে দিলেন পাকিস্তানেরই কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।
মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাবর করেন ৯৩ বলে ৭৭। তিন ফরম্যাট মিলিয়ে এটি তার টানা নবম পঞ্চাশ পেরোনো ইনিংস।
১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত টানা ৮ ওয়ানডে ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে এতদিন রেকর্ড গড়েছিলেন মিয়াঁদাদ। ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ৯ ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার বিশ্বরেকর্ডও তার।
Discussion about this post