বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুটি প্রজন্মের দুই ভিন্ন তারকা-আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুল। একজন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, অন্যজন সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন বিশ্বকে। -বুলবুল যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেলেন, তখন সাবেক সতীর্থ আশরাফুল একটি আবেগঘন চিঠিতে প্রকাশ করলেন তার শুভেচ্ছা ও প্রত্যাশা।
নিজের ফেসবুক পেজে ‘খোলা চিঠি’ আকারে বুলবুলকে উদ্দেশ করে আশরাফুল যা লিখেছেন তা এখানে তুলে ধরা হলো-
শুভকামনা ও শ্রদ্ধা প্রিয় বুলবুল ভাইকে 🇧🇩🏏
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি নির্বাচিত হওয়া আমার জন্য এক অসীম আনন্দের ও গর্বের বিষয়। আপনিই আমাদের দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, একজন সত্যিকারের ক্রিকেট আইকন, যাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক নতুন পথচলার সূচনা করেছিল।
আপনার হাত ধরে আমি কোচিংয়ে এসেছি, আপনাকে পেয়েছি দুঃসময়ে, আর প্রতিটি মুহূর্তে আপনার অনুপ্রেরণাই আমাকে সাহস জুগিয়েছে। শুধু বাংলাদেশের মাটিতে নয়, জাপান-চায়নার মত আন্তর্জাতিক পরিসরে ক্রিকেট ছড়িয়ে দেওয়াতেও আপনার অবদান অনন্য।
আজ যখন আপনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে, তখন বিশ্বাস করি — এই ভঙ্গুর সময়ে আপনার অভিজ্ঞতা, দূরদর্শিতা ও ভালোবাসা থেকেই বাংলাদেশ ক্রিকেট আবারও ঘুরে দাঁড়াবে।
আমাদের একসাথে খেলার দিনগুলোতে যেই আবেগ, উচ্ছ্বাস আর স্বপ্ন দেখেছিলাম — এখন সময় সেই স্বপ্নগুলো বাস্তব করার। দেশের প্রতিটি তরুণ যেন আবার ক্রিকেটে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, সেটাই হোক আমাদের লক্ষ্য।
প্রিয় বুলবুল ভাই, আপনার নতুন যাত্রায় রইলো নিরন্তর ভালোবাসা, দোয়া ও অগাধ সম্মান। বাংলাদেশ ক্রিকেট আবারও জেগে উঠুক, আপনার নেতৃত্বে।
Discussion about this post