নামেই শুধু প্রস্তুতি ম্যাচ। জাতীয় দলের সব তারকা ক্রিকেটাররাই খেলছেন সেই ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে আছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও।
ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠা মাশরাফি এই ম্যাচ দিয়ে প্রস্তুতিটা ঠিকঠাক করে নিতে চান। সবচেয়ে বড় খবর হল বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার শাহরিয়ার নাফীস আছেন বিসিবি একাদশে। জাতীয় লিগের শেষ রাউন্ডে জোড়া সেঞ্চুরি করে আলোচনায় তিনি।
বৃহস্পতিবার ফতুল্লায় হবে প্রস্তুতি ম্যাচটি। এরপর ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি-টুয়েন্টি।
বিসিবি একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, এনামুল হক, লিটন কুমার দাস, শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সানজামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, তৌহিদুল ইসলাম।
Discussion about this post