জাতীয় দলের পাশাপাশি ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটও (এইচপি)। এই দলের এবারের ক্যাম্পে অনুশীলনের জন্য সুযোগ পেলেন ২৭ জন তরুণ ক্রিকেটার। ক্যাম্প হবে চট্টগ্রাম, কক্সবাজার আর সিলেটের ভেন্যুতে।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররা সুযোগ পেলেন এই ক্যাম্পে। আসন্ন এইচপি ক্যাম্পে জন্য ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে আগামী ১৪ মে।
১৫ মে থেকে শুরু হবে কক্সবাজারে অনুশীলন পর্ব। চলবে ১ জুন পর্যন্ত। যেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। কক্সবাজারের পর ক্যাম্প সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই চলবে স্কিল অনুশীলন। তারপর চট্টগ্রামে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর স্কিল ক্যাম্প ও অনুশীলন ম্যাচ।
একনজরে এইচপি স্কোয়াড-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা।
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হোমাম্মদ এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।
স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।
উইকেটরক্ষক: আকবর আলি।
Discussion about this post