বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির জন্য ২২ জনের একটি প্রস্তাবিত তালিকা প্রস্তুত করেছেন নির্বাচকরা। যেখানে সর্বোচ্চ ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, গত সোমবার বিসিবির বার্ষিক সভায় নতুন এই কেন্দ্রীয় চুক্তির তালিকা উপস্থাপন করা হয়। আগের মতো আলাদা ফরম্যাটের ভিত্তিতে নয়, এবার পাঁচটি গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে— এ+, এ, বি, সি ও ডি।
আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তি নির্ধারিত হতো। তবে এবার পারফরম্যান্স ও দলের প্রতি অবদানের ভিত্তিতে খেলোয়াড়দের নতুন ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
সাকিব আল হাসানের নাম নেই এই তালিকায়। যদিও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, তাই তাদের রাখা হয়েছে প্রস্তাবিত তালিকায়।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও রিশাদ হোসেন।
এখনও এই তালিকা চূড়ান্ত হয়নি। বিসিবি চাইলে এখানে পরিবর্তন আনতে পারে। তবে নতুন ক্যাটাগরি অনুযায়ী পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
এবারের কেন্দ্রীয় চুক্তির তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো ফরম্যাটভিত্তিক চুক্তির বদলে পারফরম্যান্স ও দলের প্রতি অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, নতুনদের জন্য সুযোগ করে দিতে কিছু অভিজ্ঞ ক্রিকেটার জায়গা হারাতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
ক্যাটাগরিভিত্তিক খেলোয়াড়দের তালিকা-
‘এ+’ ক্যাটাগরি : তাসকিন আহমেদ
‘এ’ ক্যাটাগরি : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম।
‘বি’ ক্যাটাগরি : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি’ ক্যাটাগরি : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান।
‘ডি’ ক্যাটাগরি : নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।
Discussion about this post