বার্সেলোনা-৩ (মেসি ৩৬’ সুয়ারেজ ৪৯’ ৬৮’) : রিভারপ্লেট– ০
হঠাৎ করেই চনমনে হয়ে উঠা খবর জানতে পারে বার্সেলোনা ভক্তরা। লিওনেল মেসি-নেইমার দু’জনই ইনজুরি কাটিয়ে থাকলেন মাঠে। সঙ্গে লুইস সুয়ারেজ তাতেই সেই চেনা ছন্দে বার্সা। মেসির দেশের ক্লাব রিভারপ্লেটকে হারিয়ে ৩-০ গোল হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি জিতল কাতালান ক্লাবটি। এনিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন তারা।
ফাইনালে বার্সার হয়ে জোড়া গোল করলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। অন্যটি মেসির।
রোববার জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে একচেটিয়া দাপট ছিল স্প্যানিশ জায়ান্টদের। তাতেই ট্রফি। টুর্নামেন্টে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ। পেলেন গোল্ডেন বল।৷ মেসি ‘সিলভার বল’ আর ইনিয়েস্তার ‘ব্রোঞ্জের বল’।
Discussion about this post