ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুদিন আগেই বিশ্বকাপে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। করেছিলেন ৬৪৮ রান। ইংল্যান্ড বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এবার আরেকটি রেকর্ড গড়লেন। রেকর্ডের হাতছানি নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। প্রথমটিতে না হলেও দ্বিতীয় ওয়ানডেতে এসেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
ক্রিস গেইলকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত। ফ্লোরিডায় রোববার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারত তুলে নেয় ২২ রানের জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচেই রোহিত গড়েন দুর্দান্ত এক রেকর্ড।
ইতিহাস জানাচ্ছে-আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যক্তিগত ছক্কার রেকর্ড এখন রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন তিনি। সেই ইনিংসে তিনটি ছক্কা হাঁকিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন হিটম্যান।
গেইলকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা। ৫৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫৪টি ইনিংসে ছক্কা হাঁকান মোট ১০৫টি। ৯৬ টি-টুয়েন্টিতে রোহিতের ছক্কা ১০৭ টি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রোহিত-গেইলের পরই সবচেয়ে বেশি ছক্কার মালিক মার্টিন গাপটিল। তিনি হাঁকিয়েছেন ১০৩টি ছক্কা। তারই রয়েছেন কলিন মুনরো (৯২) ও ব্রেন্ডন ম্যাকালাম (৯১)।
অবশ্য আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টুয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা রেকর্ড ক্রিস গেইলেরই। মোট ৯৪১টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। এরপরই কাইরন পোলার্ড (৬১১)। রোহিত হাঁকিয়েছেন ৩৩৮টি ছক্কা!
এদিকে রোববার ফ্লোরিডায় দ্বিতীয় টি-টুয়েন্টিতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২২ রানে জিতে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির ভারত। ১৬৭ রান সামনে রেখে নেমে ১৬.৩ ওভারে উইন্ডিজ ৪ উইকেটে ৯৮ রান করলে বৃষ্টির বাধায় আর খেলা সম্ভব হয়নি। তখন ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিততে ক্যারিবীয়দের দরকার ছিল ১২১ রান।
মঙ্গলবার গায়ানায় হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৬৭/৫ (রোহিত ৬৭, ধাওয়ান ২৩, কোহলি ২৮, পান্ত ৪, মনিশ ৬, পান্ডিয়া ২০*, জাদেজা ৯*; টমাস ২/২৭, কটরেল ২/২৫, পল ১/৪৬)
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ১৫.৩ ওভারে ১২১) ১৫.৩ ওভারে ৯৮/৪ (নারাইন ৪, পুরান ১৯, পাওয়েল ৫৪, পোলার্ড ৮*, হেটমায়ার ৬*; ওয়াশিংটন ১/১২, ভুবনেশ্বর ১/৭, পান্ডিয়া ২/২৩)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারত ২২ রানে জয়ী
Discussion about this post