স্বপ্ন বেঁচে থাকল না। আইসিসি নারী বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ইংল্যান্ডের কিট পেতে জয় ছাড়া বিকল্প ছিল না। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রোববার শ্রীলঙ্কার কাছে হেরে গেল রুমানা আহমেদের দল। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪২ রানে হেরেছে তারা।
কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৭ রান তুলে শ্রীলঙ্কা। ৮৪ রান করেন চামারি আতাপাত্তু। ১৮ রানে ৩ উইকেট নেন বাংলাদেশের সালমা খাতুন।
জবাব দিতে নেমে ২১ ওভারে ৫ উইকেটে ৬৮ রান করে বাংলাদেশ। তারপরই শুরু হয় বৃষ্টি। ঠিক তখন ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য সে সময় বাংলাদেশের প্রয়োজন ছিল ১১১ রান। তাইতো হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দল। নিগার সুলতানা ২৪ ও শায়লা শারমিন ২১ রান করেন।
এর আগে বিশ্বকাপের টিকিট পেয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবার নাম লেখাল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
Discussion about this post