ওয়ানডে বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। সূচি চূড়ান্ত। অক্টোবরেই ভারতের মাঠে শুরু হয়ে যাবে মাঠের লড়াই! তার আগে বিশ্বকাপের বাছাইপর্বের খেলাও শেষ। নেদারল্যান্ডসকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যদিও হারারেতে ফাইনালের মুখোমুখি হওয়ার আগেই দুই দল নিশ্চিত করে ফেলে বিশ্বকাপের মূল পর্ব।
২৭ জুন আইসিসি বিশ্বকাপের ফিক্সচার প্রকাশ করেছে। যদিও তখন বাছাইপর্ব শেষ না হওয়ায় কোয়ালিফায়ার ১ ও কোয়ালিফায়ার ২ দিয়ে ফিক্সচার প্রকাশ করে। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বিশ্বকাপ নিশ্চিত করায় এখন পূর্ণাঙ্গ হলো বিশ্বকাপের সূচি।
আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু হবে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ। এরপর চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি এ ৬ ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তারমধ্যে ২৮ অক্টোবর ইডেনে বাংলাদেশ নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। ৬ নভেম্বর অষ্টম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
তারিখ মুখোমুখি ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড-বাংলাদেশ চেন্নাই
১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ মুম্বাই
২৮ অক্টোবর নেদারল্যান্ডস-বাংলাদেশ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ কলকাতা
৬ নভেম্বর শ্রীলঙ্কা-বাংলাদেশ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া-বাংলাদেশ পুনে
Discussion about this post