ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে টি-টোয়েন্টি ক্রিকেট। বলে বলে যেখানে আকাশ ছোঁয়া উত্তেজনা। প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটের ফাইনালে যেতে নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ দেয় ইংল্যান্ড। কেন উইলিয়ামসনের দল সেই চ্যালেঞ্জে বাজিমাত করল। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল তারা। তার পথ ধরে প্রথমবারের উঠল ফাইনালে কিউইরা।
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ৫ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ১৬৬ রান টপকে গেছে শেষের ঝড়ে অনায়াসে, ৬ বল হাতে রেখেই।
এই ম্যাচটাতে যেন ফিরে এসেছিল ২০১৯ বিশ্বকাপের স্মৃতি। যেখানে ইংলিশদের কাছে হেরেছিল কিউইরা। লর্ডসের সেই ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হয়। তারপর কম বাউন্ডারির জন্য নিউজিল্যান্ডের স্বপ্ন ভাঙে। ট্রফি জেতে ইংল্যান্ড। এবার সেই প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল!
বুধবার আবুধাবিতে জেতাটা বেশ কঠিনই ছিল তাদের জন্য শেষ ৪ ওভারে চাই ৫৭ রান। ড্যারিল মিচেল আর নিশামের দাপুটে ব্যাটিংয়ে ৩ ওভারেই জয়ের বন্দরে কিউইরা। চারটি করে ছক্কা ও চারে ৪৭ বলে ৭২ রানে অপরাজিত মিচেল। ১১ বলে ২৭ রান তুলেন জিমি নিশাম।
শেষ দুই ওভারে দরকা ছিল ২০ রান। ওকসকে দুই ছক্কার পর চার মেরে এক ওভারেই ম্যাচ শেষ করে দেন মিচেল। দল পেয়ে যায় ফাইনালের টিকিট। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের জয়ী দলের সঙ্গে লড়বে নিউজিল্যান্ড।
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিউজিল্যান্ড। বিশ্ব আসরে এ নিয়ে টানা তৃতীয় ফাইনাল দলটির। ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এবারের টি-টোয়েন্টি ফাইনাল। দল হিসেবে দাপুটে হয়ে উঠছে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৬/৪ (বাটলার ২৯, বেয়ারস্টো ১৩, মালান ৪১, মইন ৫১*, লিভিংস্টোন ১৭, মর্গ্যান ৪*; সাউদি ৪-০-২৪-১, বোল্ট ৪-০-৪০-০, মিল্ন ৪-০-৩১-১, সোধি ৪-০-৩২-১, স্যান্টনার ১-০-৮-০, নিশাম ২-০-১৮-১, ফিলিপস ১-০-১১-০)
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৬৭/৫ (গাপটিল ৪, মিচেল ৭২*, উইলিয়ামসন ৫, কনওয়ে ৪৬, ফিলিপস ২, নিশাম ২৭*, স্যান্টনার ১*; ওকস ৪-০-৩৬-২, জর্ডান ৩-০-৩১-০, রশিদ ৪-০-৩৯-১, উড ৪-০-৩৪-০, লিভিংস্টোন ৪-০-২২-২)
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ড্যারিল মিচেল
Discussion about this post