বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসছে ১৯ জানুয়ারি শুরু এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ফাইনাল ১ মার্চ।
সোমবার এক বিবৃতি দিয়ে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুরন্ত ঢাকার ম্যাচে১৯ জানুয়ারি শুরু লড়াই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ। একই দিন সন্ধ্যায় লড়বে সিলেট সিক্সার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ঢাকায় প্রথম পর্বে ১৯ জানুয়ারি খেলা শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি অব্দি। এরপর সিলেটে লড়াই ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেট পর্ব শেষে বিপিএল ঢাকায়। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় লড়াই।
নতুন দল দুর্দান্ত ঢাকাসহ এবারের বিপিএলের দল-কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
Discussion about this post