চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় সঞ্চালিকা রিধিমা পাঠকের সরে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেট অঙ্গনে যে টানাপোড়েন চলছে, তার প্রভাব বিপিএলেও পড়েছে বলে মনে করছেন অনেকে।
সেই ধারাবাহিকতায় রিধিমা পাঠকের বিপিএল অধ্যায় শেষ হওয়াকে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গেই মিলিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্যে নতুনত্ব আনার পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক পর্যায়ের একাধিক পরিচিত মুখকে অন্তর্ভুক্ত করা হয়।
পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার জয়নাব আব্বাস, সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যারেন গফ এবং ওয়াকার ইউনিসের মতো নামের সঙ্গে ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের নামও। তবে বাংলাদেশে আসার আগেই তাঁর সঙ্গে বিসিবির এই যাত্রা থেমে যায়।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতির কারণেই বিসিবি বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে রিধিমা পাঠককে বাদ দিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির কর্মকর্তারাও জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অনেকেই এই সিদ্ধান্তের পেছনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার ঘটনাকে মূল কারণ হিসেবে দেখছেন।
তবে রিধিমা পাঠক নিজে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। বিপিএল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে-এমন দাবি নাকচ করে তিনি বিষয়টিকে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন। রিধিমা বলেন, ‘গত কয়েক ঘণ্টায় এরকমই ভাষ্য ছড়াচ্ছে যে আমাকে বিপিএল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি ঘটনা নয়। বিপিএল ছেড়ে চলে আসা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে আমার দেশ সবার আগে। আমি যে কোনও একক দায়িত্বের চেয়ে খেলা হিসেবে ক্রিকেটকে অনেক বেশি মূল্য দিয়ে থাকি। দীর্ঘ সময় ধরে সততা, শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে খেলাটার সঙ্গে জড়িয়ে রয়েছি। এর পরিবর্তন কখনওই হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলাটার স্পিরিট নিয়ে কাজ চালিয়ে যাব।’
রিধিমার এই বক্তব্যের পরও বিতর্ক থামেনি। ক্রিকেটপাড়ার একটি অংশ মনে করছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তারই অনিবার্য প্রভাব পড়েছে বিপিএলের উপস্থাপনা প্যানেলে। এর আগে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবি জরুরি বৈঠক করে এবং নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেয়। সেই চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফরে যেতে অপারগতার কথা উল্লেখ করা হয় এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়।










Discussion about this post