টপ অর্ডার নাকি বালির বাঁধ? তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপ! ১৪১ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে তছনছ টপ অর্ডার। মাত্র ৭৫ মিনিটের লড়াইয়ে সর্বনাশ। ধ্বংসস্তূপ বাংলাদেশের ব্যাটিং!
শ্রীলঙ্কার লিড বেশি বড় না হওয়ায় স্বস্তি নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু হতাশা নিয়ে শেষ হলো ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। ২৩ রানে শুরুর চার ব্যাটসম্যানকে হারিয়ে ইনিংস হারের শঙ্কায় মুমিনুল হকের দল।
চতুর্থ দিন শ্রীলঙ্কাকে প্রথম ইনিংস ৫০৬ রানে থামিয়ে এবার বিপাকে বাংলাদেশ। ১৩ ওভার ব্যাটিং করে দিন শেষ করেছে ৪ উইকেট হারিয়ে ৩৪ রানে। লঙ্কানদের ১ম ইনিংসের চেয়ে এখনো ১০৭ রানে পিছিয়ে টাইগাররা। এবারও বিপর্যয়ে হাল ধরলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। যারা দুজন ২৪ রানে ৫ উইকেটের পতনের পর ১ম ইনিংসে গড়েন বড় সংগ্রহ। ২৭২ রানের জুটিতে সম্মান বাঁচান।
দ্বিতীয় ইনিংসেও এখন লিটন-মুশফিকের দিকেই তাকিয়ে দল। ১৬ বলে ২ চারে ১৪ রান নিয়ে মাঠ ছেড়েছেন আগের ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকা মুশফিক। ওই ইনিংসে ১৪১ রান করা লিটন এবার আছেন ১ রানে।
এর আগে বাংলাদেশের আউট হওয়া চার ব্যাটসম্যানের একজন মাত্র যেতে পেরেছেন দুই অঙ্কে। দুইবার বেঁচে যাওয়া মাহমুদুল হাসান জয় করেন ১৫ রান। কোন রান না তুলেই ফেরেন তামিম ইকবাল ও মুমিনুল হক। তামিম শুরুতেই শূন্য রানে সাজঘরে ফেরেন। নাজমুল হোসেন শান্ত ২ রানে রান আউট হন।
সব মিলিয়ে শুক্রবার শেষদিনে চাপে থেকেই নামবে বাংলাদেশ। শুধু হার নয়, ইনিংস হারের শঙ্কায় দল। মিরপুরের শেরেবাংলায় এ পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। যেখানে প্রতিপক্ষ দল জিতেছে ১৩ বার, বাংলাদেশ জিতেছে ৬ বার, ড্র ৩ টেস্ট। ১টি ম্যাচ বাতিল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১১১.২ ওভারে ৩৬৫/১০ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, সাকিব ০, মুশফিক ১৭৫*, লিটন ১৪১, মোসাদ্দেক ০, তাইজুল ১৫, খালেদ ০, ইবাদত ০; রাজিথা ২৮.২-৭-৬৪-৫, আসিথা ২৬-৩-৯৩-৪, জয়াবিক্রমা ৩৮-৯-১০৮-০, রমেশ ১৪-০-৫৩-০, ধনাঞ্জয়া ৬-০-২৭-০, করুনারত্নে ৪-১-৮-০)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৬৫.১ ওভারে ৫০৬/১০ (ম্যাথিউস ১৪৫*, চান্দিমাল ১২৪, ডিকভেলা ৯, রমেশ ১০, জয়াবিক্রমা ০, আসিথা ২; খালেদ ২৩-৩-৮৫-০, ইবাদত ৩৮-৪-১৪৮-৪, সাকিব ৪০.১-১১-৯৬-৫, মোসাদ্দেক ১২-১-৩৮-০, তাইজুল ৪৯-১০-১২৪-০, মুমিনুল ৩-০-৭-০)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৩৪/৪ (জয় ১৫, তামিম ০, শান্ত ২, মুমিনুল ০, মুশফিক ১৪*, লিটন ১*; রাজিথা ৬-৩-১২-১, আসিথা ৬-২-১২-২, জয়াবিক্রমা ১-০-৯-০)
#ঢাকা টেস্ট চতুর্থ দিন শেষে
Discussion about this post