অভিযোগ ছিল তিনি শৃংখলা ভেঙেছেন-মনে হচ্ছিল জাতীয় দলের বাইরে চলে যাবেন দীর্ঘ দিনের জন্য। কিন্তু স্বস্তির খবর জাহানারা আলমের। এই পেসারকে নিয়েই ওয়ানডে বিশ্বকাপ মিশনে যাবে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য শুক্রবার রাতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
মালয়েশিয়ায় হওয়া কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলের ১৫ জনের প্রত্যেকে রয়েছেন বিশ্বকাপ দলে। যেখানে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা শেষ হয় টাইগ্রেসদের।
এ অবস্থায় সেই দলের সঙ্গে ঢুকলেন শুধু জাহানারা। এর আগে কমনওয়েলথ গেমস বাছাইয়ের দলে রাখা হয়নি শৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে। জাহানারা ফিরলেও দলে নেই স্পিনার খাদিজা তুল কুবরা। তিনিও শৃঙ্খলাজনিত কারণে কমনওয়েলথ গেমস দলে ছিলেন না।
৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করে। সেরা ৪ দল খেলবে সেমি-ফাইনালে।
এ বছরের ৪ মার্চ তাওরাঙ্গায় স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দিয়ে শুরু বিশ্বকাপ। ৪ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ শুরু নিগার সুলতানাদের।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।
Discussion about this post