ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একসঙ্গে দুটো সুখবর। বাবা হলেন জাতীয় দলের দুই ক্রিকেটার। একদিন আগে তাসকিন আহমেদ দিয়েছেন আনন্দের এই খবর। এবার ইমরুল কায়েস জানালেন তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। এশিয়া কাপ খেলে এসে আগের রাতেই দেশে ফিরেছেন ব্যাটসম্যান ইমরুল সকাল বেলায় পেলেন সুখবর। ফিরেই প্রথম সন্তানের মুখ দেখলেন তিনি। রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন তার স্ত্রী রুবাইয়া ইসলাম।
এরইমধ্যে সোশাল মিডিয়া ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে ইমরুল স্ত্রী ও পুত্রের সঙ্গে এই ওপেনারের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় নবজাত শিশুকে পাশে নিয়ে আছেন স্ত্রী রুবাইয়া। পাশেই ইমরুলের মুখে হাসি।
হফাৎ করেই এশিয়া কাপ দলে ডাক মিলে তার। এরপর চলজলদি খেলতে গিয়েই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানের দুর্দান্ত ইনিংস এক ইনিংস খেলেন।
তাসকিন আহমেদ অবশ্য জাতীয় দলের বাইরেই ছিলেন। তিনি সন্তানসম্ভবা স্ত্রীর পাশেই থাকার সুযোগ পেয়েছেন। এরমধ্যে শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা। সেদিন রাতেই তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ত্রী-সন্তানের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন তাসকিন। জাতীয় দলের পেসার সঙ্গে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছেলে।’
গত বছরের ৩১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরে তাসকিন আহমেদ বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু সৈয়দা রাবেয়া নাঈমাকে।
Discussion about this post