বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি–টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন দলের নিয়মিত অধিনায়ক শাই হোপ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফর, যা অনুষ্ঠিত হবে পুরোপুরি ঢাকায়। এরপর চট্টগ্রামে হবে সমান সংখ্যক টি–টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৮ অক্টোবর, আর শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।
ওয়ানডে দলে একদম নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আকিম অগাস্ট। মাত্র কয়েক বছর আগেও অনূর্ধ্ব–১৫ দলে খেলা এই তরুণ ব্যাটার এবার সুযোগ পাচ্ছেন সিনিয়র দলের জার্সি গায়ে চাপানোর। এদিকে, ভারতের বিপক্ষে টেস্টে অভিষেকের পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। তবে কবজির চোটে ভোগায় অভিজ্ঞ ওপেনার এভিন লুইস এবার দলে জায়গা পাননি। প্রায় এক বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অলিক আথানেজে।
স্পিন আক্রমণে পিয়েরের সঙ্গে থাকবেন গুড়াকেশ মোতি ও রোস্টন চেজ। আর পেস বিভাগে আছেন ইনজুরি থেকে ফিরে আসা শামার জোসেফ, যিনি এবার ওয়ানডে ও টি–টোয়েন্টি দুই ফরম্যাটেই জায়গা ধরে রেখেছেন।
টি–টোয়েন্টি স্কোয়াডে এসেছে তরুণদের জোয়ার। নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গুকে এবার রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। সিপিএলে বার্বাডোজ রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ১৫ উইকেট নেওয়া সিমন্ডস নেপালের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে চার উইকেট নিয়ে আলোচনায় আসেন। অন্যদিকে জাঙ্গু সেই সিরিজে অপরাজিত ৭৪ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র্যামন সিমন্ডস।
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর
তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর
# সব ম্যাচ মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে
টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর
# সব ম্যাচ চট্টগ্রামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে
Discussion about this post