বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পর্বটা ভাল করেই সেরে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপ ক্রিকেটের পরই থাকছে নিউজিল্যান্ড সফর। সেখানে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শেষ হতে দল যাবে অস্ট্রেলিয়ায়, টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশনে। তার আগে কিউইদের দেশে সিরিজের সময় সূচিটাও চূড়ান্ত হয়ে গেল!
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে লড়বে বাংলাদেশ দল। আগামী ৮ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।
ক্রিকেট নিউজিল্যান্ড এই আয়োজনের জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ ও পাকিস্তানকে। বাংলাদেশ শুরুতে সম্মতি জানায়। এরপর পাকিস্তান সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত হতেই হ্যাঁ বলে দেয়। গত ২৬ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে দেশটির অংশগ্রহণ নিশ্চিত করেন।
ডাবল লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তারপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ বাংলাদেশের। ফাইনাল হবে ১৫ অক্টোবর। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে সিরিজের সবগুলো ম্যাচ।
ত্রিদেশীয় সিরিজের সময় সূচি
ম্যাচ তারিখ সময়
বাংলাদেশ – পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড – পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড – বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড – পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড – বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ – পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)
#সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
Discussion about this post