শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বাঁচিয়ে রাখল সুপার ফোরের আশা। কিন্তু তাতেই নিশ্চিত হয়নি কিছু। কারণ ভাগ্য নির্ভর করছে এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। লঙ্কানরা যদি জয় ছিনিয়ে আনে কিংবা ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে টাইগাররা। বিপরীতে আফগানিস্তান জিতলেই থেমে যাবে বাংলাদেশের যাত্রা।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট, তবে নেট রান রেটে তারা বেশ পিছিয়ে। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় আর শ্রীলঙ্কার কাছে বড় হারের প্রভাব পড়েছে সরাসরি। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। শ্রীলঙ্কা সমান ৪ পয়েন্ট নিয়েও অনেক এগিয়ে আছে +১.৫৪৬ রান রেটে। আফগানিস্তান ২ ম্যাচ খেলে ২ পয়েন্টে থাকলেও তাদের রান রেট সবার সেরা +২.১৫০।
আফগানিস্তানের সামনে সমীকরণ পরিষ্কার-তাদের জিততেই হবে। জিতলেই তিন দলের পয়েন্ট সমান হবে, আর তখন নেট রান রেটের কারণে ছিটকে পড়বে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা যদি হারে, তবে ব্যবধান বড় না হলে তাদের সুপার ফোর নিশ্চিত। উদাহরণ হিসেবে ধরা যায়, আফগানরা আগে ব্যাট করে ২০০ তুললে, শ্রীলঙ্কাকে অন্তত ১২৮ রান করলেই যথেষ্ট। অর্থাৎ শ্রীলঙ্কার পরাজয় হলেও বাংলাদেশের জন্য তা সুখবর হবে না।
বাংলাদেশের দিক থেকে ইতিবাচক দিক হলো আফগানিস্তানকে হারিয়ে তারা শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে গেছে। তানজিদ তামিমের ৩১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে টাইগাররা তুলেছিল ৫ উইকেটে ১৫৪ রান। জবাবে আফগান ব্যাটিং ভেঙে পড়ে মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের বোলিং তোপে। শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় রশিদ খানের দল।
তবে এত কিছুর পরও বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে অন্যের হাতে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তাহলে নিশ্চিত হবে সুপার ফোরের টিকিট। কিন্তু আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের স্বপ্ন থেমে যাওয়া। টাইগারদের জন্য এখন বাকি শুধু অপেক্ষা।
‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট
শ্রীলঙ্কা ২ ২ ০ ৪ +১.৫৪৬
বাংলাদেশ ৩ ২ ১ ৪ -০.২৭০
আফগানিস্তান ২ ১ ১ ২ +২.১৫০
হংকং ৩ ০ ৩ ০ -২.১৫১










Discussion about this post