শীতের সকালে এ যেন স্বস্তির পরশ! বিজয়ের মাসে নেপাল থেকে খুশির বার্তা নিয়ে এলো মেয়েরা। গড়ল নতুন ইতিহাস। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বলে কথা। স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল।
ম্যাচের ১৬ মিনিটে মারিয়ার গোলে এগিয়ে যায় অতিথিরা। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে তারা।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার দাপট নিয়েই শেষ করে বাংলাদেশের কিশোরীরা। অবশ্য এই ম্যাচটি গত এপ্রিলেই হওয়ার কথা ছিল। কিন্তু প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে তছনছ করে দেয় হিমালয় কন্যাকে। কাঠমান্ডুর দশরথও সেদিন ক্ষতিগ্রস্ত হয়। প্রাণে বেঁচে ফেরে বাংলাদেশের খেলোয়াড়রা।
বাংলাদেশ দল এবার টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। পরে ভুটানের বিপক্ষে পায় ১৬-০ বিশাল জয়। ইরানের বিপক্ষে ২-০ গোলে নিশ্চিত হয় ফাইনাল। গ্রুপ পর্বে দল শ্রীলঙ্কাকে হারায় ৮-০ গোলে। মালদ্বীপের বিপক্ষে ১০-০ গোলের জয়।
Discussion about this post