ইনজুরি তাকে পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। তাই বলে ছুটির আমেজে নেই তিনি। ফেরার লড়াইটা শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল যখন আফগানিস্তান টেস্ট খেলছে তখন ফিটনেস ফিরে পেতে লড়ছেন সাকিব। বৃহস্পতিবার একাডেমি মাঠে রানিং শেষে ইনডোরে বোলিং করেন এই অলরাউন্ডার।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার পর এবারই প্রথম বল হাতে তুলেন সাকিব। আঙুলে আগের চেয়ে ভালো বোধ করছেন তিনি। ছোট্ট রানআপে বোলিং শুরু করেছেন। সাকিবকে সঙ্গ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
৩০ মিনিট বোলিং করেছেন সাকিব। টানা বোলিং করে ক্লান্তি দূর করতে বিশ্রামও নেন তিনি। বৃহস্পতিবার সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন। এর আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে রানিং সেশন করেন।
বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমে জানিয়েছে , ‘এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাঁধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।’
ঈদের পর আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। সেখানে সাকিবকে পাওয়া যাবে বলে আশাবাদী টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post