ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগস্ট মাসের প্রথম রোববার মানেই বন্ধুদের জন্য বিশেষ দিন। সারা বিশ্বেই আজ পালিত হচ্ছে বন্ধু দিবস। ৪ আগস্টে এই দিবসে সোশাল মিডিয়ায় লেখা ও ছবিতে বন্ধুদের ভালবাসা-শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। বাংলাদেশের দুই মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানও নস্টালজিক হয়ে প্রিয় বন্ধুদের কথা মনে করলেন।
রোববার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বন্ধুদের সঙ্গে নিয়ে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট কোলাজ করে পোষ্ট করেন মুশফিক। মুশফিক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা। আমাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ায় ধন্যবাদ। আশা করছি জীবনের বাকি সময়টাতেও আমার সঙ্গে থাকবে তোমরা। জাজাকুল্লাহ খায়ের।’
ভক্তরাও এই দিনে শুভেচ্ছা জানাচ্ছেন মুশফিককে। এদিকে বন্ধু দিবসে ফেসবুকে স্ট্যাটাস দিলেন মুস্তাফিজুর রহমানও। বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন কাটার মাস্টার। তার প্রিয় বন্ধুর তালিকায় আছেন আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন।
মুস্তাফিজ লিখেছেন, ‘বন্ধুরা হলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।ত ভালো সময় বা খারাপ সময় যাক, আসল বন্ধুত্ব কখনো শেষ হয় না। ভালোবাসার বন্ধন আর সুখ-দুঃখ ভাগ করে নেওয়াটা অটুট থেকে যায়। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সবার সামনের দিনগুলোর জন্য থাকল শুভকামনা।’ #Friends #FriendshipDay
Discussion about this post