ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ কাটিয়েছেন তিনি। দল বিদায় নিয়েছে রাউন্ড রবিন লিগ থেকেই। নিজেও তেমন সাফল্য পাননি। কিন্তু এরইমধ্যে মিলল সুখবর। ফাফ ডু প্লেসিস হলেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার। হয়েছেন তিনি। দেশটির বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ডেন ফন নিকার্ক।
এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার ও পুরুষ ক্রিকেটারদের বর্ষসেরা হয়েছেন। তবে টেস্টে বর্ষসেরা কুইন্টন ডি কক। আর টি-টুয়েন্টির পুরস্কার পেলেন ডেভিড মিলার।
সমর্থকদের ভোটে সেরা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। বছরের সেরা ডেলিভারির জন্য সম্মাননা পেয়েছেন পেসার ভারনন ফিল্যান্ডার। জোহানেসবার্গে বছরের শুরুতে তৃতীয় টেস্টে পাকিস্তানের আজহার আলীকে আউট করতে যে ডেলিভারিটি করেছিলেন তাই নির্বাচিত হয়েছে সেরা। ছেলেদের ক্রিকেটে উদীয়মান তারকার পুরস্কারটি পেয়েছেন রসি ফন ডার ডাসেন।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ডেল স্টেইন। যে কারণে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে প্রোটিয়া বোর্ড।
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরার তালিকা
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ): ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ): ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: কুইন্টন ডি কক
বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার (পুরুষ): ডেভিড মিলার
আন্তর্জাতিক বর্ষসেরা নবাগত: রসি ফন ডার ডুসেন
বর্ষসেরা নারী ক্রিকেটার: ডেন ফন নিকার্ক
প্লেয়ার্স প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ড (নারী): ডেন ফন নিকার্ক
বর্ষসেরা ওয়ানডে নারী ক্রিকেটার : মারিজান্নে ক্যাপ
বর্ষসেরা টি-টুয়েন্টি নারী ক্রিকেটার : সাবনিম ইসমাইল
আন্তর্জাতিক বর্ষসেরা নবাগত (নারী): টুমি সেখুখুনে
Discussion about this post