সর্বকালের সেরা হওয়ার দৌড়ে আরো এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। লুসি সাফারোভাকে হারিয়ে জিতে নিলেন ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা।
শনিবার রোলাঁ গারোঁয় সেরেনা ৬-৩, ৬-৭, ৬-২ সেটে হারান সাফারোভাকে। এর আগে ২০০২ ও ২০১৩ সালে এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা।
সব মিলিয়ে সেরেনার এটি ২০তম একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ২২ টি জিতে ওপেন যুগের রেকর্ড স্টেফি গ্রাফের।
Discussion about this post