নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা ইংল্যান্ডের কাছে হারের পর আজ শুক্রবার গৌহাটিতে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হেরে যায়।
টসে জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান গড়ে। শুরুতে বাংলাদেশের পেসার মারুফা আক্তার সামাল দিলেও, রাবেয়া খানের স্পিন আঘাত নিউজিল্যান্ডকে আঘাত হানে। জর্জিয়া প্লিমার সাজঘরে ফেরেন, রান আউট হন সুজি বেটস।
নিউজিল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক সোফি ডেভিন (৬৩ রান) ও ব্রুক হালিডে (৬৯ রান)।
এরপর বাংলাদেশের ব্যাটিং শুরুতে ধসে পড়ে। রুবায়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মুশতারি ও সুমাইয়া আক্তার দ্রুত ফিরে যাওয়ায় ৩৯.৫ওভারে ১২৭ রানে অলআউট হয় টাইগ্রেসরা।
বল হাতে উজ্জ্বল ছিলেন রাবেয়া খান (৩ উইকেট)। এছাড়া ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার ও মারুফা আক্তার প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ১৩ অক্টোবর বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের মাঠে নামবে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২২৭/ ৯ (ব্রুক ৬৯, সোফি ৬৩, সুজি ২৯; রাবেয়া ৩/৩০, নাহিদা ১/৩৬, ফাহিমা ১/৩৭)
বাংলাদেশ: ৩৯.৫ ওভারে ১২৭/১০ (ফাহিমা ৩৪ , রাবেয়া ২৫, নাহিদা ১৭; কের ৩/২১, লি ৩/২২)
ফল: নিউজিল্যান্ড ১০০ রানে জয়ী।
Discussion about this post