ক্যারিয়ারের সেই শুরু থেকেই ইনজুরি পিছু নিয়েছে তার। মাশরাফি বিন মর্তুজার সমার্থক যেন হয়ে উঠেছে ইনজুরি! দেশের দুর্ভাগা এক ক্রিকেটার তিনি। মাশরাফিও লড়ে গেছেন। হার মানতে যে শিখেন নি তিনি। কিন্তু ফের চোট পেলেন দেশসেরা এই পেস বোলার। অনেক শঙ্কা উড়িয়ে দিয়ে খেলছিলেন টি-টুয়েন্টি বিশ্বকাপে। কিন্তু সোমবার ফের দুঃসংবাদ। আগের দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ডান পায়ের হাটুতে আঘাত পান তিনি। সেটা একেবারে মামুলি নয়। তাইতো টিম হোটেল ছেড়ে বাসায় চলে গেছেন ম্যাশ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তার। তার বদলে পেস বোলার তাসকিন আহমেদকে ডেকেছেন নির্বাচকরা। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি পেলেই দলে জায়গা মিলবে তার।
যদিও অজিদের বিপক্ষে তার একাদশে থাকা নিশ্চিত হয়। বাড়তি স্পিনার নিয়েই হয়তো সুপার টেনে নিজেদের শেষ ম্যাচটা খেলতে পারে বাংলাদেশ।
এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পড়েন ইনজুরিতে। পাঁজরে এসে বল লাগে। আর তাতেই চোট।
সেই ২০০১ থেকে এখন ও চলছেন ইনজুরি সঙ্গে নিয়ে। এ কারণে খেলতে পারেননি ২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপ। সুযোগ না পাওয়ায় ফেলেছেন চোখের জলও।
ক্যারিয়ারে ১২ বার ইনজুরি আর ৮বার অস্ত্রোপচার থেকে যে ফিরে এসেছেন তিনি।
Discussion about this post