আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট মিশন হার দিয়ে শেষ হল বাংলাদেশের। মঙ্গলবার অস্ট্রেলিয়া ৭ উইকেটে অনায়াসে হারাল মুশফিকদের। নিজ দেশে বিশ্বকাপ অথচ কিছুই করে দেখাতে পারল না দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান। সাকিব আল হাসান করেছেন ৬৬। মুশফিকুর রহীম ৪৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৫৮ রান। অ্যারন ফ্রিঞ্চ করেন ৪৫ বলে ৭১। ৪৮ রান করেন ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা এবারো ভাল ছিলনা। দুই ওপেনার তামিম ইকবাল (৫) এবং এনামুল হক (২) ফিরে দ্রুত ফিরে যান সাজঘরে।
এরপরই জুটি গড়েন সাকিব-মুশফিক। দুজনের ব্যাটে স্বস্তি ফিরে পায় দল। তারা গড়েন ১১২ রানের দারুন এক জুটি। টি-টুয়েন্টিতে ক্রিকেটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৯ রানের জুটি গড়েন আফতাব আহমেদ ও মোহাম্মদ আশরাফুল।
মঙ্গলবার মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
দলে তিনটি পরিবর্তন করা হয়। ফিরেন মমিনুল হক ও সোহাগ গাজী। বাদ পড়েন জিয়াউর রহমান ও শামসুর রহমান। ইনজুরিতে পড়া মাশরাফি বিন মুর্তজার জায়গায় তাসকিন আহমেদের অভিষেক হয়।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টেনে চার ম্যাচেই হারল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৫ (তামিম ৫, এনামুল ০, সাকিব ৬৬, মুশফিক ৪৭, মাহমুদুল্লাহ ৬*, নাসির ১৪; কোল্টার-নাইল ২/১৭)
অস্ট্রেলিয়া: ১৭.৩ ওভারে ১৫৮/৩ (ফিঞ্চ ৭১, ওয়ার্নার ৪৮, হোয়াইট ১৮; আল-আমিন ২/৩০, তাসকিন ১/২৪)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যারন ফ্রিঞ্চ
Discussion about this post