শেষদিনেও দাপট থাকল বাংলাদেশ ‘এ’ দলের। যেমনটা ছিল গত তিনদিন। তাতেই জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ১১৮ রানের বড় ব্যবধানে জিতেছে ‘এ’ দল।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চতুর্থ ও শেষদিনে বাংলাদেশ খেলা শুরু করে ৫ উইকেটে ১০৮ রান নিয়ে। এরপর অধিনায়ক নাঈম ইসলাম তুলে নেন হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত ৬ উইকেটে ১৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা।
জিততে জিম্বাবুয়ের লক্ষ্য দাড়ায় ২৯৯ রান। কিন্তু সাকলাইন সজীব ও জুবায়ের হোসেনের স্পিন যাদুতে সফরকারীরা ১৮০ রানে অলআউট। বাংলাদেশের সাকলাইন ৫ উইকেট নেন ৭৫ রানে। জুবায়ের ৭১ রানে নেন ৩ উইকেট। সর্বোচ্চ ৭৪ রান করেন ব্রায়ান চারি।
এ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস : ২৫৮/১০ এবং ২য় ইনিংস : ১৭২/৬, ৬৭.৫ ওভার (মার্শাল ৫৩, রকিবুল ২১, নাঈম ৫০*, কামরুল ইসলাম রাব্বি ১৭; মুজারাবানি ২/৩৭)।
জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংস : ১৩২/১০ এবং ২য় ইনিংস : ১৮০/১০, ৬৩.৫ ওভার (মাউয়ু ২৯, চারি ৭৪ ,গাম্বি ৩৫; সাকলাইন ৫/৭৫, জুবায়ের ৩/৭১, নাঈম ১/১৩, রাব্বি ১/৮)।
ফল : বাংলাদেশ ১১৮ রানে জয়ী।
ম্যাচসেরা : জুবায়ের লিখন।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ২-০-তে জয়ী।
###############################
বৃষ্টির বাধা, তারপরও দাপট ‘এ’ দলের
আরো একবার বৃষ্টির উৎপাত! বুধবারও বৃষ্টি কেড়ে নিল দিনের বড় একটা অংশ। দীর্ঘ সময় খেলা সম্ভব না হল না। তারপরও জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দলের রান সংগ্রহ ৫ উইকেটে ১০৮। তাদের লিড ২৩৪ রানের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৯৭ রান করেছিলেন শাহরিয়ার নাফীস। কিন্তু দ্বিতীয় ইনিংসে সাজঘরমুখী হলেন শূন্য রানে। তবে রান পেলেন মার্শাল আইয়ুব। ৫৩ রান করতে তিনি খেলেন ১২৩ বল। সঙ্গে রকিবুল হাসান ২১ রান করেন।
তারও আগে ৬ উইকেটে ৯১ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত সফরকারীরা ১৩২ রানে অলআউট হয়ে যায়। শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেন নেন চারটি করে উইকেট।
কক্সবাজারে প্রথম চারদিনের ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর–
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস : ২৫৮/১০ এবং ২য় ইনিংস : ১০৮/৫, ৪৭.৩ ওভার (সাদমান ১৮, মার্শাল ৫৩, রকিবুল ২১, নাঈম ১৩ ব্যাটিং)।
জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংস : ১৩২/১০, ৩৯.৫ ওভার (ভারমিউলেন ৩১, চারি ৪৭, মুজারাবানি ২৭; শাহাদাত ৪/৩৩, জুবায়ের ৪/৪৯)।
তৃতীয় দিন শেষে
#######################
নাফীসের ৯৭, চাপে জিম্বাবুয়ে
সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচেও জিম্বাবুয়ে ‘এ’ দলকে চাপে ফেলেছে বাংলাদেশ ‘এ’ দল। যদিও আক্ষেপ থেকে গেছে শাহরিয়ার নাফীসের। একটুর জন্য সেঞ্চুরি পাওয়া হল না। ৯৭ রান করে সাজঘরমুখী হলেন তিনি। সাদমান ইসলাম করেন ৬০ রান । আর বাংলাদেশ ১ম ইনিংসে তুলল ৯৬ ওভারে ২৫৮ রান। এরপর জিম্বাবুয়েকে চাপে ফেলল বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ২৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯১ রান করেছে সফরকারীরা।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে ১৭৬ রানে এগিয়ে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা।
করে রান আউট হন। এরপর সিবান্দা, ওয়েলিংটন মাসাকাদজার বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সিবান্দা ৫৫ রানে ৫টি এবং মাসাকাদজা ৫৫ রানে ৩টি উইকেট নেন।
কক্সবাজারে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংসে : ২৫৮/১০, ৯৬ ওভার (সাদমান ৬০, শাহরিয়ার ৯৭, মার্শাল ২৭, মিঠুন ১৪, নুরুল হাসান ১৭, কামরুল ১৫; ওয়েলিংটন মাসাকাদজা ৩/৫৫, সিবান্দা ৫/৫৫)।
জিম্বাবুয়ে ‘এ’ ১ম ইনিংসে : ৯১/৬, ২৪ ওভার (ভারমিউলেন ৩১, চারি ৩৯ ব্যাটিং; শাহাদাত ২/১৫, জুবায়ের ৩/৪০)।
#দ্বিতীয় দিন শেষে
##########################################
ফিরেই নাফীসের ব্যাটে রান
বৃষ্টির বাধায় পড়েছে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ এবং জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার ম্যাচের প্রথম দিনের বড় একটা অংশ খেলাই হল না।
তবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন শাহরিয়ার নাফীস। এই বাঁহাতি ওপেনার সুযোগ পেয়েই কাজে লাগালেন। কক্সবাজারে প্রথম চারদিনের ম্যাচে তাকে ছাড়াই খেলেছে স্বাগতিকরা।
সোমবার দিনের ৯০ ওভারের মধ্যে খেলা হল ২১.২ ওভার।
বেলা দেড়টার পর শুরু হয় খেলা। টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের রান কোন উইকেট না হারিয়ে ৮৮।
নাফীস (৫৮) এবং সাদমান ইসলামের উদ্বোধনী জুটি দিনশেষে অবিচ্ছন্ন আছেন। সাদমান দিন শেষে অপরাজিত ছিলেন ১৮ রানে।
কক্সবাজারে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ১ম ইনিংসে- ৮৮/০, ২১.২ ওভার (সাদমান ১৮×, শাহরিয়ার ৫৮×)।
#১ম দিন শেষে
Discussion about this post