ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হতে পারে শখের আয়োজন। মজা করতে করতে খেলা, কিন্তু ভারত লিজেন্ডস যেন শিরোপা জিততেই দল গড়ছে। অন্যরা যেখানে কোনরকমে একাদশ দাঁড় করিয়েছে সেখানে স্বাগতিকরা বেশ সিরিয়াস। তার পথ ধরেই তো রোড সেফটি সিরিজের শুরুতেই জয় শচীন টেন্ডুলকারদের। হার দিয়ে শুরু বাংলাদেশের।
ভারতের রায়পুরে শুক্রবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম খেলতে নেমে হারল বাংলাদেশ লিজেন্ডস। ভারত লিজেন্ডস অনায়াসে তুলে নিয়েছে ১০ উইকেটের জয়। বাংলাদেশের ১০৯ রান চ্যালেঞ্জে ভারত জিতে ১০.১ ওভারে, কোন উইকেট না হারিয়েই।
ভারতের জয়ের নায়ক ৪২ পেরিয়ে যাওয়া বীরন্দ্রর শেবাগ। ৮ বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেও এখনো দাপট তার। ১০ চার ও ৫ ছক্কায় শেবাগ অপরাজিত থাকনে ৩৫ বলে ৮০ রানে। আরেক লিজেন্ড শচীন টেন্ডুলকার অপরাজিত ২৬ বলে ৩৩ রানে। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেলো ভারত।
এই শুরু হয় গত বছরের মার্চে। তখন আসরে ছিল না বাংলাদেশ দল। করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। এবার হচ্ছে ছত্তিসগড়ের রাজধানী রায়পুরে। এখানে করোনার কারণে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। সুযোগ পেল বাংলাদেশ ও ইংল্যান্ডের সাবেকরা।
এখানে মোহাম্মদ রফিকের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। তবে দলটা যে অগোছালো তা শুরুতেই দেখা গেল। যা একটু লড়লেন
নাজিমউদ্দিন। ৮ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৪৯ করে যুবরাজ সিংয়ের বলে বোল্ড তিনি। রাজিন সালেহ ১২।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ লেজেন্ডস: ১৯.৪ ওভারে ১০৯ (নাজিমউদ্দিন ৪৯, জাভেদ ওমর ১২, নাফিস ইকবাল ৭, মোহাম্মদ রফিক ১, রাজিন সালেহ ১২, হান্নান সরকার ৩, আব্দুর রাজ্জাক ২, মোহাম্মদ শরিফ ৫, খালেদ মাসুদ ৬*, খালেদ মাহমুদ ৭, আলমগীর কবির ০; ইরফান পাঠান ২-০-১৩-০, বিনয় কুমার ৩.৪-০-২৫-২, মুনাফ প্যাটেল ২-০-২১-০, মানপ্রিত গনি ৪-০-১৯-১, প্রজ্ঞান ওঝা ৪-০-১২-২, যুবরাজ সিং ৩-০-১৫-২, ইউসুফ পাঠান ১-০-৩-১)।
ভারত লেজেন্ডস : ১০.১ ওভারে ১১৪/০ ( বিরেন্দর শেবাগ ৮০*, শচিন টেন্ডুলকার ৩৩*; মোহাম্মদ রফিক ৩-০-২৬-০, মোহাম্মদ শরিফ ৩-০-৩০-০, আলমগীর কবির ২-০-২৫-০, খালেদ মাহমুদ ২.১-০-৩২-০)।
ফল: ভারত লেজেন্ডস ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: বিরেন্দর শেবাগ।
Discussion about this post