ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত ১৫ বছর ধরেই তিনি খেলছেন ঘরোয়া ক্রিকেটে। বয়সটাও কম হয়নি। ৩০ পেরিয়েছেন। ক্যারিয়ারের লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে জাতীয় দলের দরজা খুলল ফজলে রাব্বির। প্রথমবার ডাক মূল দলে ডাক পেলেন রবিশালের এই ক্রিকেটার। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ তিনিই। দলে তাকে পেয়ে খুশি নির্বাচক হাবিবুল বাসার সুমন।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফজে রাব্বিকে দলে নেওয়া প্রসঙ্গে হাবিবুল বলেন, ‘ক্যারিয়ার শুরুর জন্য বয়সটা হয়ত বেশি হয়ে গেছে। আমরা এরকম খুব কম দেখি। তবে ওর ফিটনেস খুব ভালো। এখনকার বাস্তবতা বিবেচনায় খুব বেশিও নয় বয়স। সামনে অনেক সময় পড়ে আছে। আশা করি ও আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’
গতবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে দুই সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৭০৮ রান করেন। গড় ৪৭.২০। তারপরই জায়গা পান বাংলাদেশ ‘এ’ দলে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে করেন ৫৯ রান। আয়ারল্যান্ড সফরে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে করেন ৪১ বলে ৫৩ ও ৬৩ বলে ৭৪ রানের ইনিংস। আর এবারের জাতীয় লিগের প্রথম রাউন্ডে বরিশালের হয়ে খেলেন ১৯৫ রানের ইনিংস।
এই ক্রিকেটারকে পেয়ে স্বস্তিতে আছেন বাশার। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি ওকে অনেক আগে থেকেই দেখছি। এখন অনেক পরিণত। শেষ দুটি ‘এ’ দলের সফরে বেশ ভালো ব্যাট করেছে। বিশেষ করে সবশেষ সিরিজে দেখেছি, সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করে। এখন অনেক পরিণত ব্যাটসম্যান। পাশাপাশি ভালো ফিল্ডার, সঙ্গে স্পিন বল করতে পারে। সব মিলিয়ে আমাদের জন্য একটা প্যাকেজ বলা চলে। ওর খেলা আগেও তো দেখেছি। এখন অনেক বেশি পরিণত। এটাই ওকে নেওয়ার ক্ষেত্রে বেশি প্রভাব ফেলেছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানের জায়গাতেই ডাক পেলেন রাব্বি। যিনি ব্যাটে-বলে সমান দক্ষ!
Discussion about this post