বিপিএলে শেষ চারে উঠার লড়াই বেশ জমে উঠেছে। এখনো নিশ্চিত হয়নি কারা উঠছে ২০ ওভারের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সেমিফাইনালে। এইতো শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ রানে হেরে চলতি বিপিএল থেকে বিদায় নিল বরিশাল বুলস।
মিরপুর শেরেবাংলায় শনিবার টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে রংপুর। জবাবে রংপুর ১০ বল আগেই ১২৫ রানে অলআউট হয়। এই জয়ে প্লে-অফের পথে আরো একধাপ এগিয়ে গেল রাইডার্স।
এই বিপিএলে ১২ ম্যাচে ৮ পয়েন্ট বরিশালের। সমান পয়েন্ট কুমিল্লারও। যদিও একটি ম্যাচ তারা খেলেছে মাশরাফি বিন মতুর্জার দল। এরইমধ্যে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছে ঢাকা। মজার ব্যাপার হল- চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসেরও পয়েন্ট ১২।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫৪/৫ (শাহজাদ ৪৮, সৌম্য ১৭, মিঠুন ৩৮, আফ্রিদি ৭, জিয়াউর ২৩*, আনোয়ার ৭, ডসন ৭*; এমরিট ১/৩২, মনির ০/২৮, রাব্বি ২/৩৯, পেরেরা ২/২৬)।
বরিশাল বুলস: ১৮.২ ওভারে ১২৫ (মালান ৩০, মুশফিক ১, মেন্ডিস ১২, পেরেরা ২৪, শাহরিয়ার ১৪, এনামুল ৭*, তাইজুল ৯; সোহাগ ২/১২, আনোয়ার ১/২৫, নাইম ১/১৪, জিয়াউর ১/১৬, রুবেল ২/২১, আফ্রিদি ২/২৪, ডসন ২/১২)
ফল: রংপুর রাইডার্স ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ শাহজাদ
Discussion about this post