ক্রিকবিডি২৪ডট কম রিপোর্ট:
—সব মিলিয়ে কত ঘন্টা হল বিসিবি’র সভা?
সকালে শুরু। সন্ধ্যায় শেষ হওয়া অ্যাডহক কমিটির সভা শেষে এই প্রশ্নটাও ভাল কৌতুহল ছড়াল। আগেই জানা ছিল বিসিবির এই সভায় প্রিমিয়ার লিগ শুরুর জট ছড়ানোরও একটা সমাধান মিলবে। সেটাও মিলল। ম্যারাথন সভাশেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন—‘প্রিমিয়ার লিগ শুরম্নর ব্যাপারে সিদ্ধান্তে এসেছে বিসিবি। আগামী ২৫ জুলাই হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১২-১৩ এর দলবদল। লিগ শুরু হবে আরও পরে—২৯ আগষ্ট থেকে শুরু হবে লিগ।’
দলবদলের এতদিন পরে কেন লিগ শুরু হচ্ছে?
জালাল জানান—‘আগস্টের শুরুতেই বাংলাদেশ ‘এ’ দল, অনুর্ধ্ব ১৯ দল এবং অনুর্ধ্ব-২১ দলের বিদেশ সফর রয়েছে। এই দলগুলোতে খেলার জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই সময়ে বিদেশ সফরে ব্যস্ত থাকবেন। তাই ঢাকা লিগ খানিকটা পিছিয়ে আগস্টেও শেষ সপ্তাহে শুরুর পরিকল্পনা করা হয়েছে।’
ধারণা করা হচ্ছে বৃষ্টির মৌসুমকে যাতে এড়ানো যায়—সেই চিন্তা থেকেও লিগ আগস্টের শেষ সপ্তাহে নিয়ে গেছে বিসিবি।
অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে কালকের সভায় বিসিবি বোর্ডে নির্বাচনের বিষয়েও সিদ্ধান্তে এসেছে। আগামী ৩০ দিনের মধ্যে বিসিবির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান জালাল ইউনুস।
এছাড়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের দায়িত্ব চলতি বছরের শেষদিন পর্যন্ত্ম বাড়ানো হয়েছে। তার ডেপুটি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বের মেয়াদও বেড়েছে এই সময় পর্যন্ত।
জাতীয় দলের তিন নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। তবে বিসিবি নতুন নির্বাচক খোঁজার জটিলতায় না গিয়ে এই তিন পুরানো নির্বাচকের সঙ্গেও চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে।
তবে সবচেয়ে বেশি সময়ের জন্য মেয়াদ বেড়েছে জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের। ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত্ম তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ২০১২ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে জার্গেনসেনের দায়িত্ব শুরু হয়েছিল। দেশে এবং দেশের বাইরে হেড কোচ হিসেবে তার পারফরমেন্সে বোর্ড বেশ সন্তুষ্ট। বিসিবি বিশ্বাস করে তার হাত ধরে সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট দল।
জাতীয় দলের ফিজিওথেরাপিষ্ট বিভাব সিং ও কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ নাসুর চুক্তির মেয়াদও একবছর করে বাড়িয়েছে বিসিবি।
অকালপ্রয়াত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাজহারুল হক মৃদুলের পরিবারকে বিসিবি এককালীন ৫ লাখ টাকা অনুদান সহায়তারও সিদান্ত নিয়েছে।
Discussion about this post